শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপারকালে ৪ চোরাকারবারি আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৫ ২১:৫৩:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ফতেপুর সীমান্তে অবৈধভাবে পারপারের সময় ৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়,আটকরা গরু ও মাদক চোরাচালানে জড়িত। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর)  দুপুর সোয়া ১২টার দিকে ফতেুপর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৩/১-এর নিকট  ৪ ব্যাক্তিকে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে টহল দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রানীনগর হাটপাড়া গ্রামের ফজলুর ছেলে নুহ নবী(৩৫),একই গ্রামের পারুল আলীর ছেলে সুমন(৩০), আব্দুল মালেকের ছেলে এম(২৬)  ও সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ(২৭)।
ডবকাল সোয়া চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা গত বুধবার(৪ ডিসেম্বর) চোরচালাদের উদ্দেশ্যে অবৈধধভাবে ভারতে প্রবেশ করে। এ ঘটনায় আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীণ। ৫৩ বিজিবি  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ -জামান বলেন,সীমান্তে বিজিবির জোর নজরদারি অব্যহত রয়েছে।


এ জাতীয় আরো খবর