তোমাকে কি দিতে পারি? আহত পাখির গান,
নিঃসীম আঁধার দিশাহারা; পদ্মার খোলা হাওয়া,
উদাস বাউল স্রোত, আসমানে মেঘ ছন্নছাড়া।
জীবনের আঙিনায় দাঁড়িয়ে যে ধূসরতা,
অনিবার্য বিবর্ণতা তার; উজ্জ্বল দিনের আভা,
আলোকিত মগ্নতায়, দীনতর আশার সঞ্চার।
আর কিছু ফিরে ডাকা, এলোমেলো শব্দ আঁকা
শূন্য-বোল বাঁশির অন্তর; সুদূর বিহারী চিল,
অনন্ত আকাশ নীল ঠাঁইহীন দেশ দেশান্তর!