১
কমলা আলোর পাশে যে ছোট্ট পাখিটি বসে,
সেখানে নিশ্চুপ নির্জনতার ভিতর কথার পাঁচালি।
জাফরি কাটা নকশা তোলা বেতফল,
তোমারি মতো ব্যথাতুর...
কথা আর ব্যথার কি আশ্চর্য সমাবেশ!
২
দীর্ঘ পথে তোমার পায়ের ছাপ,
হিজল-ছায়া ঘিরে রোদের গন্ধ,
পথিকের দীঘল
ছায়ার পাশে
সুনিবিড় অরণ্য-পরিচর্যা,
প্রতিটি শ্বাস নিবন্ধিত কালের পৃষ্ঠায়
জন্ম-জন্মের আশ্রয়।
(বন্ধু আইডি নং: ৪৯০)