শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি:তিন ফার্মেসীকে লাখ টাকা জরি

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১২-০৩ ২৩:১১:২৫

মহেশখালী কক্সবাজার ০৩ ডিসেম্বর ২০২৪ 
মহেশখালীতে থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অসাধু ঔষধ ফার্মেসী ব্যবসায়ীদের  আতঙ্কের নাম  মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
০৩ ডিসেম্বর মঙ্গলবার  সন্ধ্যায় মহেশখালী পৌর শহর  গোরকঘাটা বাজারের বিভিন্ন ঔষধের  ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন-সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা'র ভ্রাম্যমাণ আদালত।
এসময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি এবং ব্যবস্থাপনাপত্র ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন’২৩ এর ৪০ ধারায়   ৩ ঔষধ  ফার্মেসীকে ১লক্ষ টাকা জরিমানা করেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা'র ভ্রাম্যমাণ আদালত।
জরিমানায় পড়া প্রতিষ্ঠান গুলো হলো- মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার চৌরাস্তা মোডে অবস্থিত কুতুবউদ্দিন এর মালিকানাধীন মেসার্স রায়হান ফার্মেসীকে ৩০ হাজার, এস আলমের মালিকানাধীন এন.আলম ফার্মেসী ৩০ হাজার এবং এন.আলম প্লাস ফার্মেসীকে ৪০ হাজার টাকা।
সার্বিক সহযোগীতায় ছিলেন-মহেশখালী উপজেলা ভূমি অফিসের রানা বড়ুয়া সহ সংশ্লিষ্ট জন। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন- মহেশখালী থানার এস আই অসীম  এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। 
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে যে সকল ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি এবং ব্যবস্থাপনাপত্র ছাড়া ঔষধ বিক্রি করবে, সে-সকল ফার্মেসীগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর