চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দূর্নীতি রুখবো’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সনাক সভাপতি সেলিনা বেগম। স্বাগত বক্তব্য দেন, সনাক সদস্য এ্যাড.সাইফুল ইসলাম রেজা। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশন পরিচালক এস এম কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মুজমদার। বক্তরা বলেন, সকল সরকারি দপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কি ধরণের সেবা দিচ্ছে তা সাধারণ জনগণকে জানাতে এই মেলা আয়োজন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেলা মঞ্চে ভূমি, স্বাস্থ্য ও কৃষি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়। টিআইবি এরিয়া কোÑঅর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় শুনানীতে সেবাগ্রহীতাদের সরাসরি বিভিন্ন প্রশ্নের প্যানেল উত্তরদাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা,বিআরটিএ ও পাসপোর্ট সেবা বিষয়ক গণশুনানী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় সকল সরকারি দপ্তর ও বিভিন্ন বেরকারি প্রতিষ্ঠানের ৬৬ডটি ষ্টল রয়েছে।