শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

গোমস্তাপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জেরে হত্যা মামলার আসামীকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০১ ২২:৪৮:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জেরে মো. কাইয়ুম (৪০) নামে হত্যা মামলার এক আসামীকে সড়কে ধাওয়া করে পিটিয়ে হত্য চেষ্টার  সময় ৪ যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে  স্থানীয়রা। গত শনিবার (৩০ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাধানগর ইউনিযনের ১ নং ওয়ার্ডের টমপাড়া এলাকায় গোমস্তাপুরের রহনপুর থেকে আক্কেলপুরগামী সড়কের উপর ঘটনাটি ঘটে। আহত কাইয়ুম নওগাঁর নিয়ামতপুর  উপজেলার চরমানসপুর এলাকার মৃত খেজুরুলের ছেলে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্র ও পুলিশ  জানায়, জমিজমা নিয়ে কাইয়ুমের সাথে প্রতিপক্ষের বিরোধ রয়েছে। এরই জেরে মোটরসাইকেল আরোহী কাইয়ুমকে মোটরসাইকেল, সিএনজি ও মাহেন্দ্র নিয়ে তাড়া করে প্রতিপক্ষের অন্তত: ৮/৯ জন। এক পর্যায়ে টমপাড়া এলাকায় তাকে  ধরে রড দিয়ে বেদম মারধর করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে আটক করে পুলিশে দেয়। অন্যরা পালিয়ে যায়। আটকরা হল গোমস্তাপুরের পাবর্তীপুর  ইউনিয়নের শেরপুর এলাকার মাহাবুরের দুই ছেলে শাহীন(৩৫) ও মাসকুর(২০), একই এলাকার মোস্তফার ছেলে রাজুু ও  শহীদুলের ছেলে দাউদ(২০)।
সংশ্লিস্ট ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, হত্যার উদ্দেশ্যেই কাইয়ুমের উপর হামলা করা হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা তাকে রক্ষা করেছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার বলেন, গত মার্চ মাসে পার্বতীপুর আড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধে গ্রেপ্তার শাহীনের ভাই খুন হন। ওই মামলার এজাহারনামীয় আসামী কাইয়ুম। ওই মামলার চার্জশীটও দেয়া হয়েছে। মামলায় সে জামিনে রয়েছে। এ অবস্থায় নিহতের ভাই শাহীন তার উপর হামলা করে। এ ব্যাপারে আহতের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। রবিবার(১ ডিসেম্বর) বিকালে গ্রেপ্তারদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


এ জাতীয় আরো খবর