কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যেবাদের বিরুদ্ধে গণ জাগরণ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং চরকাঁকড়া ইউনিয়নে, জামায়াতে ইসলামীর গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ইউনিয়নের মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা
জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান,চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম ফয়সাল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওয়েজক্কারনি
সোহেল,কোম্পানীগঞ্জ পশ্চিম থানা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের।