শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

স্বৈরাচার পতন ২৪ এর বিজয় উদযাপন উপলক্ষে শিরোমনিতে প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১১-২৯ ২৩:৫৭:৪৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ   স্বৈরাচার পতন ২৪ এর বিজয় উদযাপন উপলক্ষে পশ্চিম   শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় পশ্চিম শিরোমনি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিরোমনি পশ্চিমপাড়া প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলায় আর কে এজেন্সি ও এম এম কনষ্ট্রাকশন একে অপরের মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে আর কে এজেন্সি জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার  গৌরব অর্জন করে। বিজয়ী দলের দিপু জয়সুচক গোলটি করে ম্যাচসেরা ও উক্ত টুর্নামেন্টর ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। খেলার শুভ উদ্ধোধন করেন সাউথ বেঙ্গল মৎস হ্যাচারীর পরিচালক শেখ সাহাবউদ্দীন। পশ্চিম শিরোমনি  ইয়াং সোসাইটির উপদেষ্টা শেখ হুমায়ুন কবিরের  সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খানজাহান আলী থানার সাবেক সভাপতি মুরসালিন হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জমায়াতের বাইতুল মাল সেক্রেটারী হাফেজ আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আবু ইউসুফ মোল্ল্যা, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির  যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ি গোলাম খায়ের,  আব্দুর রউফ, জিএম মানিক , হ্যামকো গ্রপের সহ ব্যবস্থাপক শামসুদ্দোহা জামাল, ওহাব জুট মিলের ব্যবস্থাপক  শেখ আকতার হোসেন, শেখ আনোয়ার হোসেন, শেখ ফারুক আহম্মেদ। খেলায় ম্যাচ রেফারী ছিলেন মিনাজ উদ্দীন মুন্না। 

 


এ জাতীয় আরো খবর