শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

ক্যাবল শিল্প লিঃ কর্মচারী ইউনিয়ন নির্বাচন সভাপতি শাহাজাহান সম্পাদক আলমগীর

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১১-২৮ ২৩:৫৮:০৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি   : নগরীর শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ এ শাহাজাহান-আলমগীর পরিষদ আনারস প্রতীক নিয়ে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৭ টি পদে জয়ী হয়েছেন। প্রতিপক্ষ মাইদুল-কাদের পরিষদ ফুটবল প্রতীক নিয়ে সহ-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এই দুটি পদে জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ১৬০ জন কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ভোট গ্রহণে প্রাপ্ত ফলাফলে সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন আনারস প্রতীক নিয়ে  ৮০ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল কাদের খান ফুটবল প্রতীকে সমান সংখ্যক ৮০ ভোট পাওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবর রহমান গতকাল বৃহস্পতিবার এ পদে পুনরায় ভোট গ্রহণের দিন ধার্য করেন। সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায় মোঃ আলমগীর হোসেন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৯। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের খান ফুটবল প্রতীকে  প্রাপ্ত ভোট ৭১। নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মোঃ শাহাজাহান প্রাপ্ত ভোট ৮৪।সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৯১,সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোড়ল ফুটবল প্রতীকে  প্রাপ্ত ভোট ৮১,  সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন  আনারস প্রতীকে  প্রাপ্ত ভোট ৮০, দপ্তর সম্পাদক মোঃ শিমুল হোসেন ফুটবল প্রতীকে  প্রাপ্ত ভোট ৮৩, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন আনারস প্রতীকে  প্রাপ্ত ভোট ৮২, কোষাধক্ষ্য মোঃ মুরাদ শেখ আনারস প্রতীকে  প্রাপ্ত ভোট ৮৮, কার্যনির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন মিন্টু আনারস প্রতীকে  প্রাপ্ত ভোট ৭৯। 


এ জাতীয় আরো খবর