শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে আব্দুল ওয়াহেদ পূণরায় সভাপতি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৬ ২৩:১৮:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে আব্দুল ওয়াহেদ পূণরায় সভাপতি,খাইরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ও আখতারুল ইসলাম রিমন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পরিচালকদের মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হয়।  

এর আগে গত ২৩ নভেম্বর সাধারণ সদস্যের ১৩টি পরিচালক পদে ও সহযোগী সদস্যের ৫টি পরিচালক সহ মোট ১৮টি পরিচালক পদে দুটি প্যানেলের মধ্যে ব্যালটের মাধ্যমে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওয়হেদ প্যানেল ১৭টি পরিচালক পদে বিজয়ী হয়ে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া পূর্বেই পরিচালক হয়েছেন ট্রেড গ্রæপ থেকে আসা ৪ জন। এই ২২ জন মঙ্গলবার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।
চেম্বার ভবনে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এড.সোলায়মান বিশু। ঘোষিত ফলাফলে তিনি জানান, কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় সভাপতি পদে আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি পদে খাইরুল ইসলাম ও সহ-সভাপতি পদে আখতারুল ইসলাম রিমন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া পরিচালক হয়েছেন ১৯ জন। এখন এই ২২ সদস্যের পরিচালনা কমিটি পরবর্তী দু’বছর জেলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন পরিচালনায় দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ড,আপিল বোর্ড সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর