রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। স্প্যানিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইনজুরির কারনে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচে তিনি খেলতে পারছেন না।
এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভিনিসিয়াস জুনিয়রের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছু পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম ইনজুরির মাত্রা নির্নয় করেছে।’
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম সূত্র জানা গেেছ ব্রাজিলিয়ান এই উইঙ্গার প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকবেন। এ কারনে বুধবার এ্যানফিল্ডের ম্যাচ ছাড়াও আগামী ১০ ডিসে¤র চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টা সফরেও ভিনি খেলতে পারবেন না।
রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ভিনিসিয়াস। কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে প্রথম গোলটিও করিয়েছেন।
২৪ বছর বয়সী ভিনিসিয়াস মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন। যে কারনে গ্রীষ্মে দলে আসা ফরাসি তারকা এমবাপ্পেকেও ছাড়িয়ে গিয়েছিলেন।
ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থান লাভ করা ভিনিসিয়াস এবারের মৌসুমে এ পর্যন্ত চারটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চার গোল করেছেন। এছাড়া লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শুরুটা মোটেই ভাল করতে পারেনি। প্রথম চার ম্যাচে তারা দুটিতে পরাজিত হয়েছে।
লিলির কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। বর্ধিত কলেবরের এবারের আসরে রিয়াল এই মুহূর্তে টেবিলের ১৮তম স্থানে আছে।
নতুন কোচ আর্নে স্লটের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ উভয় টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল।