ওয়েস্ট ইন্ডিজে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হলে শেষ উইকেট জুটিতে ব্যাটিংয়ে নামার কথা ছিল বাংলাদেশের। তবে টাইগাররা ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়াল ১৮১ রান। কেন টাইগাররা ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট করা হয়নি। তবে দিনের শুরুতে উইকেট থেকে ফায়দা আদায়ের সুযোগ পাবেন পেসাররা।
দ্বিতীয় দিনের শেষ ভাগ পর্যন্ত ব্যাট করে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। এরপর থেকে উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন হতে থাকে, যার ফলে ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। উইকেটের গতি কমে যাওয়ার স্বীকার করেছেন খোদ ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ।
তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, 'উইকেট আগের দিনের চেয়ে একটু স্লো ছিল। দ্বিতীয় দিন উইকেট ব্যাটিংয়ের জন্য সেরা ছিল। বোলার হিসেবে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। আগামীকালও উইকেটটা ভালোভাবে কাজে লাগাতে হবে।'
৯ উইকেটে ২৬৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশকে দ্রুত অলআউট করার ইচ্ছা পোষণ করে আলজারি বলেছিলেন, 'আমাদের পরিকল্পনামাফিক পারফরম্যান্স করেছি। কাল এসে যত দ্রুত সম্ভব অলআউট করতে হবে। উইকেট ঠিকঠাক আছে। হয়ত একটু ধৈর্য ধরে বল করতে হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত ভালো।'
তবে শেষপর্যন্ত এই বাড়তি চ্যালেঞ্জ আর নিতে হচ্ছে না স্বাগতিকদের। ১৮১ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শুরু করতে যাচ্ছে তাদের দ্বিতীয় ইনিংস। নতুন দিনের শুরুতে তাই বাংলাদেশের বোলারদের সামনে সুযোগ কাজে লাগানোর চ্যালেঞ্জ।