চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর পাড়ালটোলা গ্রাম থেকে ২০০৯ সালে ঢাকার তেঁজগাও থানায় দায়েরকৃত মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্্রাপ্ত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো.জিয়ারুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সোহরাব হোসেন মন্ডলের ছেলে। রায়ের সময় থেকে তিনি দিনমজুর বেশে পালিয়ে ছিলেন।
গত রবিবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার(২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দায়েরকৃত মামলায় ঢাকার সিনিয়র দায়রা জজ আদালত নং-৫ জিয়ারুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।