শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন করেছে একনেক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-২৫ ২২:৪৬:২৫

আজ সোমবার ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। 
প্রধান উপদেষ্টা এবং একনেক এর চেয়ারপার্সন ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। একনেক সভা শেষে সাংবাদিকদের এসব জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।


এ জাতীয় আরো খবর