কোথাও ঘর ছিল
ভালবাসার এক চিলতে রোদ,
ঘুঘুর ডাকের মত স্বজন দুপুর ছিল
আলতো বিকেলে নুয়ে পড়া বাতাসের শীষ,
ঘর জুড়ে জ্বোনাক পোকার মত মায়ানীল রাত
কখনো ঘরকুনো মেঘ
অঢেল ভালবাসায় শ্রাবণের পরাগ
ঝরাত দিনরাত, বুকের মাঝে পড়শি পুকুর
বাহারি ফুল হতো জানালা পাশে রাতজাগা দিন
দিন শুরুর সূর্যের মত অকপট অশেষ অমলিন
কোথাও ঘরের টান ছিল
একদিন হৃদয়ের দায় ছিল, মুখর
প্রাংগন জুড়ে হৃদয়স্রোতী ভালবাসা
বেলা অবেলায় আনকোড়া স্বাগত সোনারোদ
স্পন্দিত হৃদপিণ্ডের আলিংগনে ভরাত উঠোন
কখনো ফোটা ফুলের মত
উৎসবে আয়োজনে কবিতার সন্ধ্যা
যেন জন্মের ওপার হতে উচ্ছ্বসিত সুরভির
পাপড়ি হতো, আলোময় জোছনা নিঝুম
আমার আপন ঘর, নিশ্বাসের মত অন্তবিহীন
কোথাও প্রার্থনার মত
শুভাশিষ ঝরত অনিমেষ
দিবানিশি ভেসে আসা প্রিয় সুর
মন প্রান ছুঁয়ে ছুঁয়ে বিরামহীন মুগ্ধতায়
অবাধ আকাশ হতো আধখোলা জানালার
কখনো অন্ধের মত
আজন্ম হাহাকারে খুঁজি সেই ঘর
শূন্যতার অতল হতে অশেষ ভেসে আসে
ঘরহীন ঘরের আর্তনাদ, প্রিয় সেই উঠোন প্রাতে
ভূতুড়ে এক কবরের বারমাসী ছায়া যেন কাঁদে
কোথাও ঘর নেই
ঘরের চিহ্নের মত ঝরা পাতা
নিঃসঙ্গ আশ্বিনের কাব্য কথন যেন
শুকনো মরা ঘাসে ছেয়ে থাকা নিথর মহাদেশ
অন্ধকার কফিনে মোড়ানো জোছনার অবশেষ
ঘরহীন ঘরের আর্তনাদ
ডাঃ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু ( অবঃ)
কোথাও ঘর ছিল
ভালবাসার এক চিলতে রোদ,
ঘুঘুর ডাকের মত স্বজন দুপুর ছিল
আলতো বিকেলে নুয়ে পড়া বাতাসের শীষ,
ঘর জুড়ে জ্বোনাক পোকার মত মায়ানীল রাত
কখনো ঘরকুনো মেঘ
অঢেল ভালবাসায় শ্রাবণের পরাগ
ঝরাত দিনরাত, বুকের মাঝে পড়শি পুকুর
বাহারি ফুল হতো জানালা পাশে রাতজাগা দিন
দিন শুরুর সূর্যের মত অকপট অশেষ অমলিন
কোথাও ঘরের টান ছিল
একদিন হৃদয়ের দায় ছিল, মুখর
প্রাংগন জুড়ে হৃদয়স্রোতী ভালবাসা
বেলা অবেলায় আনকোড়া স্বাগত সোনারোদ
স্পন্দিত হৃদপিণ্ডের আলিংগনে ভরাত উঠোন
কখনো ফোটা ফুলের মত
উৎসবে আয়োজনে কবিতার সন্ধ্যা
যেন জন্মের ওপার হতে উচ্ছ্বসিত সুরভির
পাপড়ি হতো, আলোময় জোছনা নিঝুম
আমার আপন ঘর, নিশ্বাসের মত অন্তবিহীন
কোথাও প্রার্থনার মত
শুভাশিষ ঝরত অনিমেষ
দিবানিশি ভেসে আসা প্রিয় সুর
মন প্রান ছুঁয়ে ছুঁয়ে বিরামহীন মুগ্ধতায়
অবাধ আকাশ হতো আধখোলা জানালার
কখনো অন্ধের মত
আজন্ম হাহাকারে খুঁজি সেই ঘর
শূন্যতার অতল হতে অশেষ ভেসে আসে
ঘরহীন ঘরের আর্তনাদ, প্রিয় সেই উঠোন প্রাতে
ভূতুড়ে এক কবরের বারমাসী ছায়া যেন কাঁদে
কোথাও ঘর নেই
ঘরের চিহ্নের মত ঝরা পাতা
নিঃসঙ্গ আশ্বিনের কাব্য কথন যেন
শুকনো মরা ঘাসে ছেয়ে থাকা নিথর মহাদেশ
অন্ধকার কফিনে মোড়ানো জোছনার অবশেষ