তুমি তো নিলে না দুহাত আমার, ছুঁলে না আঙুল
হাত দুটো ছিলো কবে আলোময় জোনাকির পাখা
আমি জানি এ আমার প্রথম দেখা স্বপ্নের ভুল
বিহ্বল চোখ এমনি চিরকাল থাকে মধুমাখা !
সেই কবে পাখি দুটি ডেকেছিলো শিমুলের ডালে
এতকাল চলে গেলো কে রাখে কখন কার খোঁজ
আকুল হয় না কবি মনোহর অশোকের লালে
বিরস বসন্ত আজ, নেই তার কোনো সাজগোজ।
জীবনটা আসলে এমনই যে চালচুলোহীন
সুূর্যোদয়ের খানিক পরেই সূর্যাস্ত হয়ে যায়
সময়ের কাছে থাকে আজীবন সাধনার ঋণ
নতমুখে প্রিয় পাখি ফেরে তার আপন কুলায়।
তোমার কথাগুলোও নাহয় আসলো না অক্ষরে
থাকুক নরম মাটির বুকে যেমন থাকে বীজ
দুএক কথা লেখা হয় তবু নিতান্ত শখ করে
তুমিও তুমিই থাকো আমিও হবো না কোলরীজ।