শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

অ র্চ না মা লা কা র

  • পাখিদের সুখশান্তি
  • ২০২৪-১১-২৩ ১১:০৭:১৬

হেমন্তের ফসল তোলা মাঠে এখন শালিকের ঝাঁক,
তাইতো সকালে ঘরের চালে আর ঝগড়া করে না,
আঙিনায় খাদ্য কণা খুঁটে খেতেও দেখা যায় না। 
ফাঁকা প্রান্তরে ঘুরে বেড়ায় মনের আনন্দে
শীষ কুড়ানি শিশুদের সাথে সাথে। 

ক্ষুধা নিবারণের প্রচেষ্টা প্রাণী মাত্রেই,
কত অল্পে তুষ্ট ওরা --- নেই ওদের সঞ্চয়ের প্রত্যাশা। 
প্রতিদিনের খাবার জুটলেই পরমতৃপ্তি, 
পাওয়া না পাওয়ার হিসেব নেই 
রাত হলেই আপন কুলায় ঘুমিয়ে পড়ে শান্তিতে।

প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে, 
সুখ-শান্তির শিক্ষা নিতে হয় আজ পাখিদের থেকে।


এ জাতীয় আরো খবর