চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রায় ১ কেজি হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে গ্রেপ্তার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমানকে(৪৩) ফের গ্রেপ্তার করেছে র্যাব। তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ডোমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। র্যাব জানায়, গত বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় অভিযানে গ্রেপ্তার হন মিজানুর।
শুক্রবার(২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর পেশাদার ও একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ২০২২ সালের ২৬ জানুয়ারী বিক্রি ও সংরক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে তিনি র্যাবের হাতে ধরা পড়েন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করে র্যাব। মামলা চলাকালে মিজানুর আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। পওে মামলার রায়ে আদালত তাঁকে ১০ বছর কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৩ মাস কারাদন্ড প্রদান করে।
র্যাব আরও জানায়,গ্রেপ্তার মিজানুরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।