শুক্রবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল ও পৌর আমীর মাওলানা আব্দুল খালিক এর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
গোলাপগঞ্জ পৌর নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর,পৌর সেক্রেটারি কাজী শাহিদুর রহমান ও উপজেলা এ্যসিসটেন্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সম্মেলনে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এ্যসিসটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম ,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ,সিলেট মহানগরী জামায়াতের শুরা সদস্য এডভোকেট মোঃ আলিম উদ্দিন , গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের এ্যসিসটেন্ট সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা রাফিয়ান আহমদ চৌধুরী প্রমুখ।