আবার আসছে সেদিন যেদিন হারিয়েছি মাকে! শুধু মনে হয় দূর থেকে দেখছে মা আমাকে।
মনে হয় মা আছে হয়তো আমার আশেপাশে, ছুঁতে চাই মাকে কিন্তু! দেয় না তো ধরা সে।
কত স্মৃতি কত কথা মনে মনে মাকে বলি, মাঝে মাঝে কথাগুলো দীর্ঘশ্বাসে হারিয়ে ফেলি।