ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগের মাথায় মিস ইউনিভার্স ২০২৪-এর মুকুট উঠল। ১২৫ জন প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ২১ বছর বয়সী ডেনমার্কের এই সুন্দরী।
তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিলো ডেনমার্কের প্রথম জয়। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩তম মিস ইউনিভার্সের আসর।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে বৃহস্পতিবার ৩০জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ৩০ প্রতিযোগী থেকে সেমিফাইনালিস্ট নির্বাচিত করে তাঁদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয়। এরপর তাঁদের মধ্য থেকে ১২ জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তার বিষয়।
১২৫টি দেশকে নিয়ে শুরু হওয়া এ বছরের সৌন্দর্য প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক পার করেছে। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। মারিও লোপেজ ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানের লাইভ কমেন্টারি করছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জুরি হল।