আজ শুক্রবার (১৫ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৫৭ হাজার ৮৯৪ জন। নতুন করে প্রাণ গেছে ১৫ হাজার ৫৬৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২০ লাখ ২ হাজার ৪০৭ জন মানুষ বা ৩%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬২৩ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৭৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৬৪৯ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১১ হাজার ৭৯৩ জন বা ০.৫%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৫৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৯ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ১১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৭৭ জন। মৃত্যু হয়েছে, ১৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৮ হাজার ৫০৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫১ হাজার ৯৫৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৬২ হাজার ৮২ জন।
আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ২৬ হাজার ১১৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৬৫৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ১৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১৫১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৩ লাখ ৩৯ হাজার ৭০৩ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭৬৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৩ হাজার ৯৪০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৭০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৮ লাখ ৮২ হাজার ৪৪ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৬০ হাজার ২৫৮ জন। মারা গেছেন ৮৬ হাজার ১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ৬৮২ জন এবং মৃত্যু ১ হাজার ২৪৮ জনের।সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৫১ হাজার ৬৭০ জন। মারা গেছেন ৬৯ হাজার ৩১৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ২২৮ জন।মৃত্যু ২৮২ জনের।
তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৬৪ হাজার ৮০১ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৪৯৫ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৯৬২ জন এবং মৃত্যু ১৭০ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩৬ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ২৪৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ হাজার ৮৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫২২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৪ হাজার ৫১ জন।
স্পেনে আক্রান্ত ২২ লাখ ১১ হাজার ৯৬৭ জন।মোট মৃত্যু ৫৩ হাজার ৭৯ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৮৭৮ জন, মৃত্যু ২০১ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ২০ লাখ ৩ হাজার ৯৮৫ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ৪৯২ জনের এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ২০ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৯৩১ জন, মৃত্যু ১ হাজার ৮৮ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ১৮ লাখ ৪৯ হাজার ১০১ জন। মারা গেছেন ৪৭ হাজার ৪৯১ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৮৩ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ১২১ জন। মৃত্যু ৩৬৭ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ৭০ হাজার ৭১৫ জন। মারা গেছেন ৪৫ হাজার ১২৫ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৮৬ জন এবং মৃত্যু ১৪২ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ১৫ লাখ ৭১ হাজার ৯০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮৭৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ৯১৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৩৫ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৩৬২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৪৫৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু ৩৮১ জনের।
ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ১১ হাজার ৮১০ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৫৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ১ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৭১ জন এবং মৃত্যু ৮১ জনের।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১২ লাখ ৯৬ হাজার ৮০৬ জন।মোট মারা গেছেন ৩৫ হাজার ৮৫২ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৫০৩ জন,মৃত্যু ৭১২ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৩৮ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯২৫ জন। মোট মৃত্যু ২০ হাজার ৩৭৬ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬২ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৬৩ জন।
পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৪৮ হাজার ৬৬২ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৫৬৪ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ২০২ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২২ জন। মৃত্যু ৯১ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৯৫ হাজার ৬৮৭ জন। মোট মৃত্যু ১২ হাজার ৭৭৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৬৬ জন, মৃত্যু ৮৯ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ৬৯ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৫৫৭ জন। মোট মৃত্যু ২৫ হাজার ২৪৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২০৫ জন।
এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১৩ জন , মৃত্যু ১৬ জনের।
এই সংবাদটি 42 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে স্টকহোম প্রবাসীদের মানববন্ধন
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে ইউনিয়নভিত্তিক পঞ্চবার্ষিক পরিকল্পনা জরুরী নিরাপদ সড়ক চাই এর ২২ বছর, কি অর্জন? নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে তাতে পরিবর্তন হচ্ছে
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪১ হাজার ৬২৯ জন,প্রাণ গেছে ১০ হাজার ১০৬ জনের
নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে ভিত্তি হিসেবে কাজ করে
শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৪৭৭ জন বা ৯৭%
দেশের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী
পিলখানায় বিডিআর জওয়ানদের গুলিতে শহীদ সেনা কর্মকর্তাদের চোখের জলে স্মরণ করছে স্বজন-সহকর্মীরা
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo