বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৫৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৬৬ হাজার ৭৫ জন। নতুন করে প্রাণ গেছে ১৬ হাজার ৭৪৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৯ লাখ ৮৬ হাজার ৮৪২ জন মানুষ বা ৩%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৪৪৫ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৯২২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ১৭১ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১২ হাজার ১২০ জন বা ০.৫%।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৬২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে, ২০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৮৩১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫১ হাজার ৭৬৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ২৫৪ জন।
আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৮২২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৮৩ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭২ লাখ ৭৭ হাজার ১৯৫ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৫৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৫০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৩ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৬৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫৪ হাজার ৮৮ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ৫৭৬ জন। মারা গেছেন ৮৪ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ৫২৫ জন এবং মৃত্যু ১ হাজার ৫৬৪ জনের।সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজার ৪৪২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৩১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫ হাজার ৬৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৮৫২ জন।মৃত্যু ২২৯ জনের।
তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৩২৫ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ২৭ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু ১৭৩ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ১৯ হাজার ৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৭৭৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫০৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন।
স্পেনে আক্রান্ত ২১ লাখ ৭৬ হাজার ৮৯ জন।মোট মৃত্যু ৫২ হাজার ৮৭৮ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৮৬৯ জন, মৃত্যু ১৯৫ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ১৯ লাখ ৮০ হাজার ৮৬১ জন। মোট মৃত্যু ৪৪ হাজার ৪০৪ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৬ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ২৯৪ জন, মৃত্যু ১ হাজার ২০১ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ১৮ লাখ ৩১ হাজার ৯৮০ জন। মারা গেছেন ৪৭ হাজার ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৫ হাজার ৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮৯৮ জন। মৃত্যু ৩৪২ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ৫৭ হাজার ৪২৯ জন। মারা গেছেন ৪৪ হাজার ৯৮৩ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৭২৫ জন এবং মৃত্যু ১৩৫ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ১৫ লাখ ৫৬ হাজার ২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩৯৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ৬৮২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩১৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৮ হাজার ৩৫৪ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৯০৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৭ হাজার ১২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৩ জন এবং মৃত্যু ৪৮১ জনের।
ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৫ হাজার ৩৩৯ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৪৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩১৭ জন এবং মৃত্যু ৯৭ জনের।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১২ লাখ ৭৮ হাজার ৩০৩ জন।মোট মারা গেছেন ৩৫ হাজার ১৪০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৫৫৫ জন,মৃত্যু ৮০৬ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৩০ হাজার ৯৩০ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৩০ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪০৯ জন। মোট মৃত্যু ২০ হাজার ২১৪ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৮৭১ জন।
পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৪৩ হাজার ৬৪০ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৪৭৩ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ৩৭৪ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪০৯ জন। মৃত্যু ৭৪ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৮৯ হাজার ২২১ জন। মোট মৃত্যু ১২ হাজার ৬৮৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৬ জন, মৃত্যু ১২২ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ৫৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ২৭৮ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৯৫১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৪৬৪ জন।
এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৩৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯০ জন , মৃত্যু ১৪ জনের।
এই সংবাদটি 45 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে স্টকহোম প্রবাসীদের মানববন্ধন
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে ইউনিয়নভিত্তিক পঞ্চবার্ষিক পরিকল্পনা জরুরী নিরাপদ সড়ক চাই এর ২২ বছর, কি অর্জন? নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে তাতে পরিবর্তন হচ্ছে
এ কৃতিত্ব সম্পূর্ণই দেশের নাগরিকদের-প্রধানমন্ত্রী
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪১ হাজার ৬২৯ জন,প্রাণ গেছে ১০ হাজার ১০৬ জনের
নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে ভিত্তি হিসেবে কাজ করে
শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৪৭৭ জন বা ৯৭%
দেশের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo