ভালোবাসা কি ধ্বংসের দিকে বিলুপ্ত হচ্ছে !
আমরা কি মানুষ নামে মুখোশ পরিহিতো হিংস্র কিছু ?
ভালোবাসা, প্রেম কথাগুলো কতো অদ্ভুত মিষ্টি তাই না !
যতোবার বলি বারবার প্রেমে পরে যাই এই মিষ্টি শব্দে,
এ সমাজের মানুষগুলো এখন আর নীল আকাশ দেখতে চায় না,
প্রকৃতির সবুজ অরন্য, সমুদ্রের ঢেউএ নিজেকে হারাতে চায় না,
রেলগাড়ীর ঝিকঝিক আওয়াজ শুনতে চায় না ,
জোনাকির মিটিমিটি আলো দেখা ভুলে গেছে,
জোসনার আলো দেখতে কতো অদ্ভুত সুন্দর ভুলে গেছে !
আমরা এখন কোথায় দাড়িয়ে আছি ?
ভালোবাসার নামে কোথায় ভেসে যাচ্ছি,
এ কোন খেলায় মেতেছে সবাই !
শিক্ষাকে অপমান করে দূর্নীতি করে চলছে ,
শিক্ষিত হবার নামে আরো গন্ড-মূর্খ হচ্ছে !
এ জীবন কোন জীবন নয় মাটির খেলনা,
কথায় নেই ভদ্রতা, দৃষ্টিতে নোংরামি !
সত্য কি ! মিথ্যা কি ! বোঝে না তারা,
ছুটছে তো ছুটছেই মাতাল হাওয়ায় !
মিথ্যে পরিচয়ের মুখোশ নিয়ে আছে অনেকেই,
ধ্বংসে পরিনত হচ্ছে এ দেশের মানুষ,
বিশ্বাস ! তাতো হারিয়েছে কবেই,
ভালোবাসা তুমি ও কি হারিয়ে যাচ্ছ ??
বন্ধু আইডি-৪৭৫
এই সংবাদটি 25 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo