ইদানিং অনেক কাজের চাপ অন্যদিকে আমার একার সংসার
তারপরও চেষ্টা করি একটু সময় নিজের জন্য বের করতে ।
জীবনের প্রতি একঘেয়ামি কাজ আমার পছন্দ নয়
আমি আনন্দ করতে পছন্দ করি আমার প্রিয়জনদের সাথে
আজ কিছুটা সময় আপনজনদের সাথে কাটালাম খুব খুশি ছিলাম ।
আমার আবার কপালে সুখ সহ্য হয়না কেন যেন বেশ কিছু বছর ধরে
একটু মন খুলে হাসব কথা বলবো পরে কি যেন হয় ।
কোন না কোন কারনে মিস বিহেব সহ্য করতে হয়
আসলে যতোটা চেষ্টা করি অন্যকে খুশি করে একটু ভাল থাকার
তা আর হয়ে উঠে না কেন যেন নিজেকে ভীষন ব্যর্থ মনে হয় ।
যতো সেক্রিফাইস কমপ্রোমাইজ করি না কেন সবাই আরো পেয়ে বসে
সম্মান হারাতে বসি এতো ভদ্র হয়ে চুপ করে থেকে কি সব সহ্য করা যায় ।
এতো সুন্দর দিন পার করলাম সবার সাথে অথচ পেলাম কি অসম্মান
আমাকে কি কেউ মানুষ মনে করে না নাকি আমার মাঝে জ্ঞানের অভাব ।
আসলে ভালোলাগে না আর কিছুটা দ্বায়িও আছে তানা হলে হারিয়ে যেতাম
যা হবার হতো আর ভালোলাগে না এ জীবনের কষ্ট অপমান বয়ে বেড়াতে ।
সব সময় চেস্টা করি ভাল থাকতে সুন্দর মন নিয়ে থাকতে এতো ঝামেলা
দুঃশ্চিন্তা আমার একদম পছন্দ নয় ছিম ছাম জীবন আমার পছন্দ
কপালে সুখ না থাকলে যা হয় অনেক চেষ্টা করছি চাইলেও আর পারছি না
আমার ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ এমন অন্যায়তো আমি মেনে নিবো না ।
দুঃখ কি আমার পিছু ছাড়বে না তা হলে বাঁচব কি করে ?
আমিতো নিশ্বাস বন্ধ হয়ে মরে যাব ॥
আইডি - ৪৭৫
এই সংবাদটি 49 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo