বেলা শেষের দমকা হাওয়া
নুয়ে পড়ে আবাদি শস্য রাজ্য।
হিম শীতলে বেলা পড়ার ডাক
আঁধার নামে হৈমন্তীর আঁচলে।
কেঁদে ওঠে প্রিয়তমা অন্তিম ক্ষণে
প্রিয় তার জগতজয়ী আঁচলে ঢেকে।
শকুনের ডানায় মৃত্যু দূতের ভয়
কেঁদে ওঠে অন্তিম সূর্য বুকে নিয়ে।
চলে যাবে প্রিয়তম মেঘের পালকে
চলে যাবে তার প্রিয়তম ঘন আঁধারে।
হারানোর হাহাকর কাঁচ রঙা চোখে
প্রিয় যে সে তাকে ছাড়ে কি করে?
কত কত স্বপ্ন দুচোখে টপটপ জলে
কেঁদে ওঠে হৈমন্তী হারানোর কষ্টে।
জাপটে ধরে,বহুকালের স্বপ্ন পুরুষ
যে হেলে পরে আছে বুকের জমিনে।
কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট উচচারণ
চলে গেলাম হৈমন্তী, বিদায় এখন।
অবশেষে মৃত্যু আসে অদৃশ্য অস্তিতে
তার বুকে পড়ে থাকে একটি আপন।
এই সংবাদটি 116 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo