ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। বার্নলিকে হারিয়ে লিভারপুলকে টপকে যায় তারা। এদিন পগবার একমাত্র বলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন পগবা। এটি তাদের টানা তৃতীয় জয়।
বিরতির আগে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মার্সিয়ালের ডান পায়ের জোরালো শটে লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক পোপ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ নষ্ট করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এদিনসন কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
অবশেষে ৭১তম মিনিটে দলকে এগিয়ে নেন পগবা। ডান দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি মিডফিল্ডার। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।
শেষ দিকে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্নলি। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মার্সিয়াল।
১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো এভারটন ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে বার্নলি।
এই সংবাদটি 22 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ৬২/১
১৩৭ বছরের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ জিম্বাবুয়ে ২২১/৫,সাকিবের ৩ উইকেট ২য় ইনিংসে হোঁচট খেল বাংলাদেশ টংগিবাড়ী এসপি কাপ ৫-০ গোলে আব্দুল্লাপুর ফাইনালে
সুপারস্টার লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমাতে পারল না বার্সেলোনা
ফরিদগঞ্জের সকদিরামপুরে শীতকালিন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ
টাইগারদের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ
অভিষেকেই বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেলেন রহমানুল্লাহ গুরবাজ
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo