সিরি’আ লিগে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে সস্যুয়ালোকে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো। আর এই গোলের সুবাদে রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেন। চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকান ও রোনালদো দুজনেরই গোল সংখ্যা ৭৫৯টি করে।
রোববার (১০ জানুয়ারি) রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। এ নিয়ে লিগে প্রথমবার টানা তিন ম্যাচ জিতল। এই জয়ে এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সাদা-কালো শিবির।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন দানিলো। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তবে জুভেন্টাসের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে সতীর্থের পাসে জোরালো শটে সফরকারীদের সমতায় ফেরান গ্রেগোয়া দুফেল।
এর পরই পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে জুভেন্টাস। পুরো দ্বিতীয়ার্থ ১০ জন নিয়ে খেলা সস্যুয়ালোকের বিরুদ্ধে গোল পেতে মরিয়া হয়ে গোল পাচ্ছিল না রোনালদোরা। তবে ৮২তম মিনিটে দলকে এগিয়ে নেন র্যামজি। বাঁ দি থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ওয়েলসের এই মিডফিল্ডার।
যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সস্যুয়ালো।
১৭ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। আর রোমা ৩৪ পয়েন্ট নিয়ে তিনে।
এই সংবাদটি 21 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ৬২/১
১৩৭ বছরের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ জিম্বাবুয়ে ২২১/৫,সাকিবের ৩ উইকেট ২য় ইনিংসে হোঁচট খেল বাংলাদেশ টংগিবাড়ী এসপি কাপ ৫-০ গোলে আব্দুল্লাপুর ফাইনালে
সুপারস্টার লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমাতে পারল না বার্সেলোনা
ফরিদগঞ্জের সকদিরামপুরে শীতকালিন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ
টাইগারদের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ
অভিষেকেই বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেলেন রহমানুল্লাহ গুরবাজ
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo