শুধু তোমাকে দেখবো বলে
নির্লিপ্ত বৃক্ষ হয়ে উঠি,
মাটির গভীরে শেকড় ছড়াই,
আকাশ ছুঁতে পেলে যদি
তোমাকে একটু দেখতে পাই,
চুরাশিতলা ভবনের জানলায়
এক ফালি আনকোরা নদী !
নদীর জলে নেমে আসতে চাই
জড়াতে চাই মগ্ন আলিঙ্গনে
দৃষ্টিও কখনও অমিত আলো দেয়
সে আলোতে মন ভেসে যায়,
রাতের নক্ষত্র হয়ে উঠি আকাশে,
তোমাকে দেখব বলেই অপলক
তোমার ঘুমন্ত মুখে নক্ষত্র ভাসে!
শুধু তোমাকে একটু ছোঁব বলেই
প্রতিদিন ঝরাপাতা হয়ে হাওয়ায় ভাসি,
মাঘ-পূর্ণিমার চাঁদটিকে ছেনে
কাঁচা জ্যোৎস্নার চন্দন হাতে নেই,
যদি দেখতে পাই গৌরীরূপ হাসি!
এই সংবাদটি 13192 বার পঠিত হয়েছে
ইউনিক ভিজিটর : 1
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo